স্টাফ রিপোর্টার :ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায়  শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ সকালে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমীন এ আদেশ দেন।

এ মামলায় অভিযোগ গঠনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। আসামি পক্ষের প্রস্তুতি না থাকায় আইনজীবী ফারুক আহমেদ সময়ের আবেদন করেন। আদালত শুনানি শেষে এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ বাসার সামনে রাজীবকে হত্যা করা হয়। পরেরদিন তার বাবা নাজিমউদ্দিন বাদী হয়ে মামলা করেন। ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ সিএমএম আদালতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা ৮ আসামি হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)।

(এমএম/এসসি/নভেম্বর২০,২০১৪)