স্টাফ রিপোর্টার : শুক্রবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাসিম ওসমানের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর এখান থেকে লাশ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজের জানাজা হয়। জানাজা শেষে লাশ বহনকারী এম্বুলেন্স নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সংসদ সদস্য নাসিম ওসমানের দক্ষিণ প্লাজায় প্রথম নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ সহ পার্টির মন্ত্রী, সংসদ সদস্যগণ ও সিনিয়র নেতৃবৃন্দ।

জাতীয় পার্টির জনপ্রিয় এই নেতা জাতীয় পার্টির হয়ে এ নিয়ে ৪ বার সংসদ সদস্য হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে বিমানে করে তার লাশ ঢাকায় আনা হয়। এর আগে বুধবার ভোর সোয়া ৪টার দিকে ভারতের দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

(ওএস/এটি/মে ০২, ২০১৪)