সিলেট প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে এ পর্যন্ত তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহসভাপতি অঞ্জন রায় সমর্থিত গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকার পর ক্যাম্পাসের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পার্থের নেতৃত্বে ৬০-৭০ জন নেতা-কর্মী শাহপরান হলে হামলা চালিয়ে ৩০টির বেশি রুমে ব্যাপক ভাঙচুর চালায়। শাহপরান হল দখলের পর তারা ক্যাম্পাসে শোডাউন করে আবার দ্বিতীয় ছাত্র হলে হামলা চালিয়ে বেশ কয়েকটি রুম ভাঙচুর করে। এ সময় সহসভাপতি অঞ্জন রায়ের সমর্থিত নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। উভয়পক্ষের মাঝে প্রায় ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অঞ্জন-উত্তম গ্রুপের নেতা-কর্মীরা হল ও ক্যাম্পাস ছাড়া রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। গুলিবিদ্ধ তিনজনের মধ্যে একজনের নাম জানা গেছে। খলিল নামের ওই ছাত্র সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র। এ ছাড়া সংঘর্ষে আরো ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

(ওএস/এইচআর/নভেম্বর ২০, ২০১৪)