আঞ্চলিক প্রতিনিধি (বরিশাল):গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছের কারনেই হয়তো কবি তার কবিতায় লিখেছিলেন, ধনে ধাণ্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধরা। একসময়ে কবির লেখা অমর কবিতা সাদা কাগজেই শুধু সীমাবদ্ধ ছিলো।

এরইমধ্যে গত কয়েক বছর থেকে সরকারী ভাবে সঠিক সময়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ, বোরো মৌসুমে সেচকাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ এবং মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সঠিক মনিটনিংয়ের কারনেই গোটা দক্ষিণাঞ্চলে আমন ও বোরো মৌসুমে কৃষকেরা জমিতে বাম্পার ফলন পাচ্ছেন। যেকারনে কবির লেখা কবিতার ফের বাস্তবে রূপ মিলেছে গ্রামীণ জনপদে। গ্রামের আদর্শ কৃষাণ-কৃষানীদের পরিশ্রমের ফসল হিসেবে এখন গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ও সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে কৃষকেরা।

আদর্শ চাষী হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কৃষকদের আরো উদ্ভূদ্ধ করার লক্ষে কৃষি অধিদপ্তরের আইএফএমসি প্রকল্পের উদ্যোগে ও সাহায্য সংস্থা ডানিডার সহায়তায় জেলার প্রতিটি উপজেলায় গঠন করা হয়েছে কৃষক মাঠ স্কুল। ওই স্কুলের শিক্ষার্থী হচ্ছেন, এলাকার কৃষক ও কৃষানীরা। বিভিন্ন ডিজিটাল পন্থা অবলম্বনের মাধ্যমে গ্রামের কৃষাণ-কৃষাণীদের হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে আদর্শ চাষী হিসেবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জমিতে ধান রোপন, কর্তন, সবজি চাষ, পুকুরে মাছ চাষ থেকে শুরু করে সকল প্রকার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

গত ছয় মাসব্যাপী জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া কৃষক মাঠ স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করেন ওই এলাকার ৪৭জন কৃষাণ-কৃষানী। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বুধবার (১৯ নবেম্বর) বিকেলে মাঠ দিবসের আয়োজন করা হয়। সমাপনী মাঠ দিবসে প্রশিক্ষণ পাওয়া কৃষাণ-কৃষানীরা স্থানীয় দেওপাড়া ডাল মিল চত্বরে কৃষির ওপর প্রতীকি প্রদশর্নীর আয়োজন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। একজন আদর্শ চাষী কিংবা গৃহীনি হতে হলে যেসব গুনাবলী থাকা প্রয়োজন তার বাস্তব সকল চিত্র ফুটে উঠেছে প্রদশর্নীর মাধ্যমে।

(টিবি/এসসি/নভেম্বর২০,২০১৪)