সিলেট প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও শিক্ষক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে ছেলেদের এবং আগামীকাল শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ সভাপতি সঞ্জিবন চক্রবর্তী ও সহ-সভাপতি অঞ্জন রায় গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন।

পরে আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গুলিবিদ্ধ একজন মারা যান।

জানা যায়, সংঘর্ষের সময় শাহপরাণ ও দ্বিতীয় ছাত্রহলের ভেতরে কমপক্ষে ২০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সশস্ত্র অবস্থায় হলের ভেতরে ও ক্যাম্পাসে উভয় গ্রুপের সমর্থকদের মহড়া দিতে থাকেন। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক গুলিবর্ষণ শুরু হয়। এতে অঞ্জন গ্রুপের খলিল, কামরুল ও সুমন গুলিবিদ্ধ হন। এ সময় অঞ্জন রায়ও গুরুতর জখম হন। তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশও হামলার শিকার হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে ২৬ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে।

শাবিতে ছাত্রলীগে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩


(ওএস/এএস/নভেম্বর ২০, ২০১৪)