মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাডভোকেট বীরেন শিকদার বলেছেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। দরিদ্র বিচার প্রার্থীদের সরকারি খরচে আইন সহায়তা দেয়া হচ্ছে। এ ছাড়া  বিচার বিভাগের সুযোগ সুবিধা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে সরকার ।

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা আইনজীবী সমিতির বার ভবন নির্মানে জন্য অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মাহবুবর রহমান, জেলা পরিষদ প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রেমিটেন্স শক্তিশালি হয়েছে। কর্মসংস্থান বাড়ানোর জন্য বেকার যুবক যুবতিদের প্রশিক্ষণসহ সহজ শর্তে ঋন দেয়া হচ্ছে।

আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী জেলা আইনজীবী সমিতির বার ভবন নির্মাণের জন্য ৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

(ডিসি/এএস/নভেম্বর ২০, ২০১৪)