কুষ্টিয়া প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. একে এম শফিউল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অনুষদ ভবনের সামনে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ১ ঘণ্টার এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারসহ প্রায় শতাধিক শিক্ষক।


মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী এই নৃশংস হত্যাকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। সমাবেশ থেকে আগামি ১০ দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানেরও দাবি জানানো হয়। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়।

সমাবেশ পরিচালনা করেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান।

(কেকে/এএস/নভেম্বর ২০, ২০১৪)