বগুড়া প্রতিনিধি : সমন্বিত খামার ব্যবস্থাপনা (আইএফএমসি) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বেলা ১১টায় সারিয়াকান্দির ডোমকান্দিতে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষক নুরন্নবি সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো:কুদরত আলীর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এএইচ বজলুর রশিদ রাজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জেলা প্রকৌশলী একেএম মোজাহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল মো: সামসুদ্দিন ফিরোজ, কৃষক তোফাজ্জল হোসেন প্রমুখ। এর আগে খামার যান্ত্রীকীকণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে রোপা আমন ধান কর্তন ,মাড়াই- ঝাড়াই, ব্যাগিং ও প্যাকিং-এর উদ্বোধন করা হয়। পরে কৃষকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় ।

(এএসবি/এএস/নভেম্বর ২০, ২০১৪)