শেরপুর (বগুড়া) প্রতিনিধি : জাতীয় ইদুঁর নিধন অভিযান উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষি অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শারমিন আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: ইদ্রিস আলী, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুল খালেক প্রমুখ। সভায় বক্তারা বলেন, খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধির জন্যই ইদুঁর নিধন করতে হবে।ইদুঁর প্লেগ রোগ সহ ৪০ ধরনের রোগ ছড়ায়। তাই অপচয় রোধ করতে এবং শস্য সংরক্ষনে ইদুঁর নিধনের কোন বিকল্প নেই।

(এনএএম/এএস/নভেম্বর ২০, ২০১৪)