রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষার শেষ দিন আজ বৃহস্পতিবার ইংরেজী ২য় দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বিভিন্ন হল থেকে প্রায় ১ বস্তা নকল উদ্ধার করেন। এসময় নকল করার অপরাধে জয়পুরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুলতানা আক্তারকে বহিস্কার করা হয়।

পরীক্ষা শেষে রামগঞ্জ এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উদ্ধারকৃত নকলে আগুন দেয়ার সময় ছবি তুলতে গেলে ঐ কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের তেড়ে এসে ছবি তুলতে বাধা প্রয়োগ করে বলেন, সব জায়গায় নকল হয় এখানে ছবি তোলার কি দরকার। অন্যান্য কেন্দ্রে আরো বেশি নকল হয়।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ইউএনও স্যার হলে ঢুকে সাধারন ক্ষমা ঘোষণা করলে পরীক্ষার্থীরা তাদের কাছে থাকা নকল দিলেও একজন ছাত্রী তারপরও নকল করলে তাকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম জানান, আমি হলগুলো থেকে সাধারন ক্ষমা ঘোষণা করে উদ্ধারকৃত ১ বস্তা নকলে আগুন দেয়ার নির্দেশ দিয়েছি। তারপরও নকল করায় একজনকে বহিস্কার করা হয়েছে। এত ছোট শিক্ষার্থীদের কাছ এতগুলো নকল উদ্ধার হওয়া দুঃখজনক।

(এমএএইচ/এএস/নভেম্বর ২০, ২০১৪)