স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্যালন ডি’অরের পুরস্কার গত ছয় বছর ধরে লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর দখলেই ছিল। মেসির শোকেসে এটি জমা হয়েছে ৪ বার (২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালে)। আর পর্তুগিজ যুবরাজের হাতে এই পুরস্কার উঠেছে ২ বার (২০০৮ ও ২০১৩ সালে)। এ বছরও তারা হট ফেভারিট। কেননা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলেন মেসি। অপরদিকে, ক্লাবের হয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রোনালদো। এতদ্বসত্ত্বেও ২০১৪ সালে ব্যালন ডি’অরের জন্য রোনালদো-মেসিকে যোগ্য মনে করছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল।

তার পছন্দ বিশ্বকাপজয়ী জার্মানি দলের কোনো এক ফুটবলার। আর তাতে মনে হচ্ছে, ব্যালন ডি’র পুরস্কার জয়ের ক্ষেত্রে ফেভারিটের তালিকায় এগিয়ে থাকা জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের পক্ষেই বাজি ধরতে চান ফন গাল!

২০১৫ সালের ১২ জানুয়ারি ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক জার্মান ফুটবলারের হাতে ব্যালন ডি’অর দেখলে খুশি হবেন ফন গাল।

এমইউটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের প্রাক্তন এই কোচ বলেন, ‘অধিকাংশ সময়ই সুপরিচিত ফুটবলারকেই এই পুরস্কার দেওয়া হয়। এটা আসলে বিশ্বফুটবলের সবচেয়ে বড় স্বীকৃতি। যদি সুপরিচিত কাউকে এ পুরস্কার দেওয়া হয়, তাহলে রোনালদো কিংবা মেসিই এবারও ব্যালন ডি’অর জিতবে। কিন্তু আমি বলব, এই পুরস্কার জিততে হলে আপনাকে বিশেষ কিছু জিততে হবে। এ ক্ষেত্রে আমি মনে করি, বিশ্বকাপ জয় করাই সবচেয়ে বড় মানদ-। তাই এ বছর জার্মানির কোনো খেলোয়াড়ই ব্যালন ডি’অর জিতবে।’

(ওএস/পি/নভেম্বর ২০, ২০১৪)