স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশের পয়মন্ত ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামটি।

পয়মন্ত এই অর্থে বলা যে, বাংলাদেশ যতবারই হারের বৃত্তে ঘুরপাক খায় ততবারই এই স্টেডিয়ামে খেলতে এসে জয় পেয়ে জয়ের খরা দূর করে। ২০১১ বিশ্বকাপে ৫৮ ও ৭৮ রানে অলআউট হওয়ার পর এ মাঠে এসেই ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে জয়ের ধারায় ফিরে বাংলাদেশ। এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করেছিল বাংলাদেশ। নিজেদের পয়মন্ত ভেন্যুতে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চলতি বছরে ১৩টি ম্যাচ খেলা হলে একটিতেও জয় নেই। সাগর পাড়ের স্টেডিয়ামে ফিরে জয়ের খরা কাটাবে বাংলাদেশ এমনটি প্রত্যাশা করছেন সকলে। এই মাঠে বাংলাদেশ ১৫টি ওয়ানডে খেলেছে। ৭ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ৬টি ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ২টি ম্যাচ।

(ওএস/পি/নভেম্বর ২০, ২০১৪)