স্পোর্টস ডেস্ক, ঢাকা : জিম্বাবুয়ের এ বারের বাংলাদেশ সফরটা মোটেও ভালো হয়নি। তিন ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশের কাছে হেরেছে ৩-০ তেই। ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও বিসিবি একাদশের কাছে হেরেছে ৮৮ রানের বড় ব্যবধানে। তারপরও অতিথী দলটি বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে চায়। ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে। আগামিকাল শুক্রবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ।

নতুন দিনে নতুন ভাবে ওয়ানডে সিরিজে নিজেদের মেলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে দলের অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেন, ‘এটি (ওয়ানডে সিরিজ) ভিন্ন ফরম্যাট। নতুন একটি দিনে আমরা নতুন করে শুরু করতে চাই। টেস্ট সিরিজ হারের কথা ভুলে যেতে চাই।’ টেস্ট ও ওয়ানডে একদমই আলাদা ক্রিকেট। আশা করি আমরা ভালো করতে পারবো।’

(ওএস/পি/নভেম্বর ২০, ২০১৪)