স্পোর্টস ডেস্ক, ঢাকা : হ্যাঁ ক্রিকেটেও লাল কার্ড দেওয়ার ঘটনা আছে। তাও আবার প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে। আর এই লাল কার্ড গ্লেন ম্যাকগ্রাকে দিয়েছিলেন আম্পায়ার বিলি বাউডেন।

২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচে অকল্যান্ডের ইডেন পার্কে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলই ম্যাচটিকে খুবই হালকা ভাবে নিয়েছিল। জার্সিও পরেছিল আশির দশকের জার্সির মতো। অস্ট্রেলিয়া একপেশে ভাবেই জিতে নিয়েছিল ম্যাচটি। আর ফল নিশ্চিত দেখে ম্যাচের শেষ বলে ম্যাকগ্রা করেন আন্ডারআর্ম ডেলিভারি। মানে হাত না ঘুরিয়ে বল গড়িয়ে দেন।

কম যান না আম্পায়ার বিলি বাউডেনও। আন্ডারআর্ম বল করার পর বিলি পকেট থেকে একটা লাল কার্ড বের করে ম্যাকগ্রাকে দেখিয়ে দিলেন! যদিও পুরো ঘটনাটিই মজা ছিলো। এর আগেও ১৯৮১ সালে এমন একটি বল করার জন্য কুখ্যাত হয়ে আছেন সাবেক অসি খেলোয়াড় ট্রেভর চ্যাপেল।

(ওএস/পি/নভেম্বর ২০, ২০১৪)