স্পোর্টস ডেস্ক, ঢাকা : ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৭ সেঞ্চুরি করা ব্যাটসম্যান এখন দক্ষিণ আফ্রিকা ওপেনার হাশিম আমলা। বুধবার ক্যানবেরায় মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি (১০২) করে নতুন রেকর্ড সৃষ্টি করেন তিনি। ইতোপূর্বে এ রেকর্ডের মালিক ছিল ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। কোহলির চেয়ে ১৪ ইনিংস কম খেলে ৯৮তম ইনিংসেই ১৭তম সেঞ্চুরি করলেন আমলা। গত কয়েক বছর ধরে টপ অর্ডারে ধারাবাহিকভাবে ভালো খেলছেন। আমলা। প্রতিটি সিরিজেই রানের একটা ভিত গড়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার ‘মি: ধারাবাহিক’ এ পরিণত হয়েছেন ৩১ বছর বয়সী এ ব্যাটসম্যান।

এর আগে ১৫ সেঞ্চুরি করার রেকর্ডেও তিনি কোহলিকে পেছনে ফেলেছেন। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৫ শতকের রেকর্ড গড়েছিলেন আমলা। ১৬ ওয়ানডে সেঞ্চুরি পেতে আমলা খেলেছেন ৮৬ ইনিংস, আর কোহলি খেলেছেন ২০ ইনিংস বেশি।
বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অভিষেক ঘটে আমলার এবং তারপর থেকেই একজন কার্যকর ওয়ানডে ক্রিকেটারে পরিণত হন তিনি। ক্রিস গেইল কিংবা সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের ন্যায় ধুমধারাক্কা গতিতে হয়তো তিনি রান তুলতে পারেন না। তবে নিয়মিত বিরতিতে বাউন্ডারি হাঁকিয়ে এবং সঠিকভাবে স্ট্রাইক পরিবর্তন করে রানের চাকা সচল রাখতে তিনি পারদর্শী।
ওয়ানডেতে দ্রুততম ১৭ সেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকা:
হাশিম আমলা (দ. আফ্রিকা) ৯৮
বিরাট কোহলি (ভারত) ১১২
এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) ১৫৬
সৌরভ গাঙ্গুলি (ভারত) ১৭০
সাঈদ আনোয়ার (পাকিস্তান) ১৭৭
ক্রিস গেইল (ও. ইন্ডিজ) ১৮২

(ওএস/পি/নভেম্বর ২০, ২০১৪)