স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার ১১ জনকে দুই দিনের রিমান্ড শেষে তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।

শুক্রবার দুপুর (২১ নভেম্বর) পৌনে একটার দিকে কারাগারের উদ্যেশে থানা থেকে তাদের প্রিজনভ্যানে তোলা হয়।

হত্যাকাণ্ডের ছয়দিন অতিবাহিত হলেও, এখন পর্যন্ত খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় রিমান্ডে নেওয়া ১১ আসামির কাছ থেকেও কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ।

মহানগর কোর্ট পুলিশ পরিদর্শক (সিআই) জানান, থানা থেকে আসামি পাঠানোর পর চেম্বার আদালতে সি ডাব্লিউ (কাস্টরি ওয়ার্ডার) নিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) রিমান্ডের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক শারমিন আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার রিমান্ডের শুনানির দিন থাকলেও তা পেছানো হয়।

(ওএস/অ/নভেম্বর ২১, ২০১৪)