স্টাফ রিপোর্টার, ঢাকা : এইচ টি ইমামের সাম্প্রতিক বক্তব্যকে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘মোবাইল কোর্ট বসিয়ে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, এই পরিকল্পনা অনেক আগে থেকেই শেখ হাসিনার ছিলো।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘তারেক রহমানের ৫০ তম জন্মদিন’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে এখন নানান ধরণের ষড়যন্ত্র চলছে। ১/১১’র সময়ে তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছিলো। এখনো একই উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যতকে ধ্বংস করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র।’

সজীব ওয়াজেদ জয়কে বন্ধুর ছেলে উল্লেখ করে ব্যারিস্টার রফিক বলেন, ‘জয়কে নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে দেশের মানুষ জানে জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এর পরে আবারও ঘোষণা দিয়ে তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ কেন দেয়া হলো বুঝতে পারলাম না।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আইনের শাসন সমুন্নত রাখতে, দলকে বাঁচানোর জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে।’

সংগঠনের সভাপতি আবু নাসের রহমতুল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।

(ওএস/অ/নভেম্বর ২১, ২০১৪)