স্টাফ রিপোর্টার : ২০ দল নয়, বরং আওয়ামী লীগের বিষফোঁড়া ছাত্রলীগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।



শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুরের বাসায় নাসিরাবাদ ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আকবর হোসেন শুভেচ্ছা বিনিময় কালে তিনি এ মন্তব্য করেন।

‘২০ দল এখন বিষফোঁড়া’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, “পুলিশ পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রের মহড়া দিলেও কিছু বলছে না। অথচ বিএনপি গণতন্ত্র বা সভা-সমাবেশের কথা বললেই তাদের নামে কথায় কথায় মামলা দেয়া হয় এবং গুলি চালানো হয়।”

মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগের গুণ্ডা-পাণ্ডার অত্যাচারে যখন মানুষ অসহায় ঠিক সেই সময় বিএনপি সমর্থিত ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণতন্ত্রের বিজয় হয়েছে।” এই মুহূর্তে নির্বাচন দিলে সব জায়গায় বিএনপির বিজয় হবে বলেও আশা করেন দলটির এই শীর্ষ নেতা।

দেশে গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চলছে এবং আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে অহিংস আন্দোলন করা হবে। সরকারের শত অত্যাচার নির্যাতনের মধ্যেও জনগণ অহিংস আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটাবে।”

তিনি সরকারকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সভা সমাবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “আর কোনো কর্মীর ওপর গুলি চালাবেন না।”

(ওএস/অ/নভেম্বর ২১, ২০১৪)