কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে সেন্টু মিয়া (৪৮) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন।

আহতদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় তিতাস উপজেলার কলাকান্দি গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত সেন্টু কলাকান্দি গ্রামের জাব্বার আলীর ছেলে। তিনি এলাকায় ভাঙ্গারী ব্যবসা করতেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কলাকান্দি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার ও স্থানীয় যুবলীগ নেতা ইব্রাহিমের সমর্থকদের মধ্যে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।

এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ২৫ কর্মী আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম গ্রুপের সেন্টু মিয়া মারা যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ওএস/অ/নভেম্বর ২১, ২০১৪)