বগুড়া প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ককটেল হামলায় আহম্মেদ মিয়া (২৫) নামের এক যুবকের কব্জি উড়ে গেছে এবং এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে।

শুক্রবার বগুড়ার গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্ত এলাকা শখের বাজার নওদা বগায় এঘটনায় আহত আহম্মেদ মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুইজন গাবতলী উপজেলার চকরাধিকা মুন্সীপাড়া গ্রামের শহিদুল ইসলাম (২৮) ও একই গ্রামের শাহজাহান আলীকে (৩২) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার নওদাবগা শখের বাজারে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সোনাতলার পশ্চিম করমজা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আহম্মদ আলীর সঙ্গে পাশ্ববর্তী গাবতলী উপজেলার চকরাধিকা মুন্সীপাড়া গ্রামের শহিদুল ইসলামের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় হঠাৎ করে ককটেলের বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে আহম্মেদ আলীর হাতের কব্জির বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এ বিষয়ে থানা পুলিশ কিছু বলতে পারেনি।

বগুড়ার সোনাতলা থানার এসআই শহীদ জানান, পাওনা টাকা কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে আহম্মেদ আলীর হাতের কব্জিতে বড়ধরনের ক্ষতি হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

(এএসবি/অ/নভেম্বর ২১, ২০১৪)