নিউজ ডেস্ক :গতকাল বৃহস্পতিবার বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনকে হত্যা মামলার পুনর্বিবেচনার কাজ চলার সময় আদালতেই জ্ঞান হারান এ মামলায় অভিযুক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল অমিয় ঘোষ;

যে কারনে ফেলানী হত্যার বিচার পেছাল । রক্তচাপ খুব বেড়ে গিয়েছিল তার, মানসিক অবসাদেও ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায় পুনর্বিবেচনার প্রক্রিয়া আগামী ২৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। ২৫ মার্চ বিচারপ্রক্রিয়া আবার শুরু হবে।

সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে আসার সময়ে ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করেছিলেন বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষ।

আজ শুক্রবার বিবিসি বাংলার খবরে এ কথা বলা হয়েছে।

(ওএস/এসসি/নভেম্বর২১,২০১৪)