বিনোদন ডেস্ক : তানভীর মোকাম্মেল পরিচালিত জীবনঢুলী’ চলচ্চিত্রটি বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রদর্শনীর পরিকল্পনার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্রটি।

রাঙ্গামাটির শিল্পকলা একাডেমি শিলনায়তনে (রাজবাড়ী, রাঙ্গামাটি)৪ ও ৫ মে দুপুর ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে জীবনঢুলী’ ।

টিকিট পাওয়া যাবে শোয়ের আগে মিলনায়তনে। ছাত্র-ছাত্রীদের জন্যে ছবিটি হ্রাসকৃত মূল্যে দেখার ব্যবস্থা রয়েছে।

জীবনঢুলী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া অভিনয় করছেন রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, উত্তম গুহ, রিমু খন্দকার, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, জামিলুর রহমান শাখা, গ্রুপ থিয়েটারের কিছু অভিনেতা-অভিনেত্রী ও গ্রামীণ কিছু ঢাকী।

জীবনঢুলী’র চিত্রগ্রহণের কাজ করছেন মাহফুজুর রহমান খান, শিল্প নিদের্শনায় রয়েছেন উত্তম গুহ, সঙ্গীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকের দায়িত্বে আছেন চিত্রলেখা গুহ এবং রূপসজ্জায় দীপক শূর। প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ। সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রটিতে কাজ করছেন সগীর মোস্তফা, সৈয়দ সাবাব আলী আরজু ও রানা মাসুদ । এছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পঁচিশজন প্রাক্তন শিক্ষার্থী ছবিটার নানা বিভাগে কাজ করেছেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধভিত্তিক জীবনঢুলী’ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয়েছে।

(ওএস/এএস/মে ০২, ২০১৪)