কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মহানগরীতে গরু ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্বে এক ব্যবসায়ীকে হত্যা করে মাটিচাপা দিয়েছে সহযোগী ব্যবসায়ীরা।

নিহত ব্যবসায়ীর নাম- তোতা মিয়া (২০)। সে কুমিল্লা সদর উপজেলার মনা মিয়ার ছেলে।

শনিবার মহানগরীর থিরাপুকুর পাড় এলাকার ঈদগাহের পাশে মাটিচাপা দেওয়া ওই ব্যবসায়ীর লাশ উদ্ধারে প্রক্রিয়া চলছে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ জানান, গরু ব্যবসায়ী তোতা মিয়া ৩ অক্টোবর নিখোঁজ হন। তার দরিদ্র পরিবার তাকে খোঁজাখুঁজি করলেও কোনো মামলাকরেনি। ডিবি পুলিশ বিষয়টি জেনে উদ্যোগী হয়ে এ বিষয়ে তদন্ত চালায়। প্রথমে থিরাপুকুর পাড়ের মানিক চৌধুরীর ছেলে জুম্মনকে (২৬) আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি মতে একই এলাকার চাঁন মিয়ার ছেলে আজাদকে (৪০) আটক করা হয়। আটককৃতরা জানায়, তারা তিনজন এক সঙ্গে গরু ব্যবসা করতো। টাকা আত্মসাত করতে তোতা মিয়াকে হত্যার পর ৩অক্টোবর রাতে লাশ মাটিচাপা দেয় তারা।

ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম বলেন, ‘লাশ উত্তোলনে আদালতের অনুমতির জন্য আবেদন জানিয়েছি। আশা করছি বিকেলে লাশ উত্তোলন করা যাবে।’

(ওএস/এইচআর/নভেম্বর ২২, ২০১৪)