স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আন্দোলন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়।

তিনি বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ ‘স্বৈরাচার’ সরকারের পতন ঘটাবেই।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র পুনর্বহাল এবং নতুন নির্বাচন প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার রফিকুল বলেন, যারা আজ জোর করে ক্ষমতায় এসেছে, তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। তাদের মনে রাখা উচিত, ৪১ সাল তো ভালো, পৃথিবীর কোনো স্বৈরাচার সরকারই ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি। এ সরকারও আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।

তিনি আরো বলেন, দেশ আজ মহাসঙ্কটে। দেশের অর্থনীতি ও আইন-শৃঙ্খলা চরম বিপর্যয়ে। দেশের মানুষ এ থেকে মুক্তি চায়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন রফিক।

‘মোবাইল কোর্ট বসিয়ে সরকার ক্ষমতায় এসেছে’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বিষয়টি ফাঁস করে দিয়েছেন উল্লেখ করে ব্যারিস্টার রফিক বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের রাস্তায় নামতে হবে।

নাগরিক ফোরামের সভাপতি আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২২, ২০১৪)