লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে শুক্রবার সন্ধ্যায় মো. সুমন (২৮) নামের এক বখাটে ছেলেকে পুলিশে দিলেন তার বাবা ফোম ব্যবসায়ী মো. দুলাল। সুমন পৌর সভার ৩নং ওয়ার্ড, দেনায়েতপুর গ্রামের (টিসি সড়ক) বাসিন্দা। এদিকে সারারাত পুলিশ হেফাজতে থাকার পর শনিবার দুপুরে মুচলেকা ও মিমাংসার করার কথা বলে ছেলেকে ছাড়িয়ে নিলেন তার মা ও দুই ভাই।

পুলিশ জানান, বখাটে সুমন প্রায় সময় কারনে অকারনে তার পিতা দুলালকে মারধরসহ মানসিকভাবে নির্যাতন করে আসছিল। শুক্রবার বিকালে বাবাকে না বলে তার পকেট থেকে ৪ হাজার টাকা নিয়ে যায় সুমন। এ টাকা ফেরত চাইলে উল্টো বাবাকে বেধম মারধর করে সুমন। পরে তার বাবা দুলাল ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে ছেলেকে আটক করে পুলিশ।

রায়পুর থানার এসআই জহিরুল ইসলাম জানান, পিতার অভিযোগে আটক ছেলে সুমনকে মুচলেকা দিয়ে ও মিমাংসার মাধ্যমে থানা খেবে ছাড়িয়ে নিয়ে যান তার মা ও দুই ভাই।

(এমআরএস/এএস/নভেম্বর ২২, ২০১৪)