কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : উপজেলা ভিত্তিক আর্সেনিকোসিস ও পানিবাহিত রোগ বিষয়ক আলোচনা সভা পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. আব্দুর রহিম।

এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র আয়োজনে ও এনএসএস সহযোগীতায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকেীশলী মো. সোহেল রানা, ডা. মোহসীনা গুলনাহার, ডা. মো.মাহবুবুর রহমান, ডা.হাসিবুর রহমান,ডা. হুসাম মো. শাহআলম, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান আ. মালেক খান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কর্মকর্তা শেখ জিল্লুর রহমান, এনএসএস কর্মকর্তা হাসানুল হক, পল্লী চিকিৎসক কেএম সালেহ প্রমুখ।
অনুষ্ঠানে এনএসএস কর্মী মো. রাহাত খান, শিপন চন্দ্র রায়সহ উপজেলার মহীপুর ও নীলগঞ্জ ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য বিভাগের কর্মী, পল্লী চিকিৎসক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(এমকেআর/এএস/নভেম্বর ২২, ২০১৪)