লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে নিখোঁজের দু’সপ্তাহ পার হলেও এখনও সন্ধান মেলেনি গৃহবধূ শেফালীর। এ ঘটনায় থানায় অভিযোগ হলেও ওই গৃহবধূকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার আজগরা ইউপির কৃষ্ণপুর গ্রামের এনামুল হকের মেয়ে শেফালী আক্তার (১৯) গত ১০ নভেম্বর একই ইউপির বাতাবাড়িয়া গ্রামের শ্বশুর বাড়ী থেকে নিখোঁজ হয়। ১৭ নভেম্বর বিকেলে শেফালীর মা নাছিমা বেগম মেয়েকে দেখার জন্য তার শ্বশুর বাড়ি বাতাবাড়িয়া গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে শেফালীর শ্বশুর-শাশুড়ীর কাছে জানতে চাইলে তারা কোন সঠিক জবাব দিতে পারেনি।শেফালীর শ্বশুর-শাশুড়ী তার মাকে জানায় সপ্তাহখানেক হলো তাদের গৃহবধূকে খোঁজে পাওয়া যাচ্ছেনা।

নিখোঁজ গৃহবধূর বাবা এনামুল হক জানায়,গত ৭ মাস পূর্বে লাকসাম উপজেলার আজগরা ইউপির বাতাবাড়িয়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে শাহ পরানের সঙ্গে শেফালী আক্তারের বিয়ে হয়।বিয়ের পর থেকে প্রায় যৌতুকের জন্য শেফালীর স্বামী ও শ্বশুর-শশুড়ী তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করত।এজন্য তাকে হত্যা করে লাশ গুম করার আশংকা করছে।
এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর বাবা এনামুল হক বাদী হয়ে লাকসাম থানায় শেফালীর স্বামী, শ্বশুর ও শাশুড়ীকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে লাকসাম থানার উপ-পরিদর্শক (এস.আই) সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে এবং অভিযোগের তদন্তও চলছে।

(সিএস/এএস/নভেম্বর ২২, ২০১৪)