কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, খালেদা জিয়া যদি আরেকবার ক্ষমতায় যায় তাহলে দেশকে তারা জঙ্গীবাদ ও তারেক রহমানের দুই নং হাওয়া ভবনের কাছে লিজ দিয়ে দিবে। তবে আমরা এই দেশকে খালেদা ও তারেকের দুষ্কর্ম ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করব।

তিনি খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখে বলেন, দেশে-বিদেশে আর কোথায় টাকা লুকিয়ে রেখেছেন? জনগণের কষ্টার্জিত সেই টাকা ফেরত দিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চান, তার পর সরকারের সমালোচনা করুন-আন্দোলনের হুমকি দেন।


তিনি আরো বলেন, অতীতে বিএনপি দুর্নীতি ও জঙ্গীবাদকে রাষ্ট্রীয়ভাবে মদদ ও পৃষ্ঠপোষকতা দিয়ে জনগণের টাকা লুট করেছে। ঐ আমলে দেশের সংগঠিত দুর্নীতি হয়েছে। অথচ বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার সময়ে দুর্নীতি বিরোধী অভিযান জোরালেভাবে পরিচালিত হচ্ছে। সরকারের মন্ত্রী, এমপি কিংবা আমলাদের কেউই দুর্নীতি করে পার পাচ্ছে না-পাবেন ও না। খালেজা জিয়া ও শেষ হাসিনার সরকারের মধ্যে এটাই মৌলিক পার্থক্য।

দেশে আজ ব্যাপক উন্নয়ন হচ্ছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। সার বীজ কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণসহজ লভ্যে করে দেশের কৃষি খাত কে শক্তিশালী অবস্থানে দাঁড় করানো হয়েছে। যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তিখাতেও এই সরকারের সাফল্য অভাবনীয়। বর্তমান সরকারের আমলে সকল পণ্যের দামে কিন্তু খালেদা সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে জনগণের কাছ থেকে মুনাফা লুটে সেই টাকা বিদেশে প্রাচার করে। আমরা খালেদা-তারেক-কোকো আমলে বিদেশেসহ ঐসরকারের প্রাচার করা অর্থ ফেরত আনা শুরু করেছি। আর এ কারনেই অশান্তি ও সন্ত্রাসবাদী নেত্রী খালেদা জিয়া বেসামাল হয়ে কখনও সরকার উৎখাত ও তথা কথিত আন্দোলনের হুমকি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। দেশে ১২ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে। সারা দেশের রাস্তা ঘাটের উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে। পদ্মা সেতুর নির্মাণকাজ চালু হয়েছে এবং মেট্রোরেলের কাজও অচিরেই শুরু হবে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি আজ শনিবার দুপুর ১২ সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ৪ দিনের ভায়া ক্যাম্পের উদ্বোধনের আগে সাংবাদিকদের একথা বলেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির আহবায়ক আফরোজা হক রীনা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ইফতেয়ার মাহমুদ, কুষ্টিয়া সিভিল সার্জন, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আশরাফুন্নেসা, অধ্যাপক এস এম মুসতানজিদ, অধ্যাপক ফাতেমা আশরাফ, উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, টিএসআই ডা. রঞ্জন কুমার দত্ত প্রমুখ।


এরপর তিনি বর্তমানে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বক্তব্য রাখছেন।

(কেকে/এএস/নভেম্বর ২২, ২০১৪)