কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, একজন খেলোয়াড় একটি দেশের রাষ্ট্রদূতের সমান কাজ করে।

শনিবার সকালে কুষ্টিয়া পৌরসভা সুইমিংপুলে বার্ষিক সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি একথা বলেন।


তিনি আরও বলেন, ‘খেলাধুলার মাধ্যমে দেশের মান উজ্জল করা সম্ভব। তাই খেলাধুলার উপরে বেশি করে গুরুত্ব দিতে হবে।’

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার ৪৮টি ক্লাব বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন।

এসময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রশিক্ষক আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলুসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও ক্রীড়ামোদী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন মাহবুব-উল আলম হানিফ।

(কেকে/এএস/নভেম্বর ২২, ২০১৪)