লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শরিফুল ইসলামের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে ডান পায়ের রগ কেটে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলার নোয়াগ্রাম ইউপি’র ছত্রহাজারী গ্রামের কাজী আমির হোসেনের ছেলে কাজী শরিফুল ইসলাম (৩৫) ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নোয়াগ্রাম নতুন মসজিদের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইউপি মেম্বর সাঈদ মীনার নেতৃত্বে নূর আলম, ইমরানসহ ৭/৮ জনের একদল দূর্বৃর্ত্ত রাম দা, ছ্যান দা, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত ভাবে শরিফুলের ওপর হামলা চালায়।

এ সময় দূর্বৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে শরিফুলের মুখে ও ডান পায়ের রগ কেটে দিয়ে বীর দর্পে এলাকা ত্যাগ করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(আরএম/অ/নভেম্বর ২২, ২০১৪)