স্টাফ রিপোর্টার, ঢাকা : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন অব্যাহত রয়েছে। সোমবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার পর্যন্ত সুবহানের যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি

রবিবার সুবহানের পক্ষে চতুর্থ কার্যদিবসে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম। সুবহানের বিরুদ্ধে আনা ৯টি অভিযোগের মধ্যে চারদিনে ৫টির বিষয়ে ঘটনাভিত্তিক যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন তিনি। সোমবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

এর আগে গত ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সাত কার্যদিবসে সুবহানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।

সুবহানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এ মামলার বিচারিক কার্যক্রম। পরে আইন অনুসারে মামলার রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখবেন ট্রাইব্যুনাল।

(ওএস/অ/নভেম্বর ২৩, ২০১৪)