মাগুরা প্রতিনিধি : এ বছর মাগুরায় ২৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় অংশগ্রহণ করছে এ পরিক্ষায়। আজ রবিবার (২৩.১১.১৪) সকাল ১১টায় থেকে ইংরেজি বিষয় দিয়ে পরীক্ষা শুরু হয়েছে এ পরিক্ষা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মাগুরা সদর, মহম্মমদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার ৪৩টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৪৭ জন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ২৭৯ আর ছাত্রী ৯ হাজার ১৬৮ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে ২ হাজার ২৩৪ জন । এর মধ্যে ছাত্র ১হাজার ১৩৮, ছাত্রী ১ হাজার ৯৬ জন ছাত্রী।

সদর উপজেলায় ৬ হাজার ৭৫০ জন প্রাথমিক, ৮১৫ জন ইবতেদায়ী, মহম্মদপুরে ৪ হাজার ৪৬৬ জন প্রাথমিক, ৫৯৭ জন ইবতেদায়ীর, শ্রীপুরে ৩ হাজার ১৭৭জন প্রাথমিক, ৩৫৫ জন ইবতেদায়ী ও শালিখা উপজেলায় ৩ হাজার ৫৪ জন প্রাথমিক, ৪৬৭ জন ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে।

মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এস.এম সিরাজুদ্দৌহা জানান, প্রাথমিক সমাাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নœ হচ্ছে।

(ডিএস/অ/নভেম্বর ২৩, ২০১৪)