স্টাফ রিপোর্টার, ঢাকা : দল সিদ্ধান্ত নিলেই তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫০তম জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এই অনুষ্ঠানের আয়োজন করে।

ব্যারিস্টার রফিক বলেন, ‘তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। তিনি বলেছেন, দল যখন চাইবে তখন আমি দেশে আসব।’

তিনি আরো বলেন, রাজপথ ছেড়ে এসি রুমে বসে থাকলে এক সময় সেখান থেকে পুলিশ ধরে নিয়ে যাবে। এজন্য নেতাকর্মীদের রাস্তায় নেমে আসার আহ্বন জানান তিনি।

ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, ‘মিথ্যাচারের ওপর টিকে থাকা সরকারকে উৎখাত করতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন করতে হবে। এজন্য দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের রাজপথে নামতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন, খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ।

(ওএস/অ/নভেম্বর ২৩, ২০১৪)