স্টাফ রিপোর্টার : জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রধান ফাতেমাসহ চারজনের পৃথক দুই মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এই আদেশ দেন।

পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জেএমবির চার সদস্যকে আদালতে হাজির করে প্রতি মামলায় ১০ দিন করে দুই মামলায় ২০ দিনের রিমান্ড নেয়ার আবেদন জানান ।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন শুনানি শেষে ফাতেমার তিন দিন করে ছয় দিন ও বাকি তিন আসামির পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন, ফাতেমা বেগম, আব্দুল্লাহ কাজি, মো. ইশারত আলী শেখ ও মো. শওকত সরদার।

আসামি ফাতেমা ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক জেএমবি-প্রধান মো. মাসুম ওরফে সাজিদের স্ত্রী।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি ফাতেমা তার স্বামীর সঙ্গে ভারতে অবস্থানকালে গুলি চালনা, বোমা তৈরি ও বোমা হামলার প্রশিক্ষণ নেন। তার স্বামী সাজিদ ভারতে গ্রেফতার হওয়ার পর ফাতেমা কৌশলে বাংলাদেশে চলে আসেন।

শনিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন বই ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০১৪)