চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মদ, গাঁজা ও ফেনসিডিলসহ আব্দুস সালাম (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে সদর মডেল থানাধীন চরমোহনপুর লাহাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আব্দুস সালাম চরমোহনপুর লাহাপাড়া গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, রাজশাহী র‍্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দুপুরে চরমোহনপুর লাহাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় বসত ঘরের ভিতর থেকে দুই বোতল বিদেশি মদসহ আব্দুস সালামকে আটক করা হয়। পরে, চরমোহনপুর মোড়ে তার দোকান থেকে চার বোতল ফেনসিডিল ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আব্দুস সালাম তার দোকানে দীর্ঘদিন ধরে গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করতেন। র‍্যাব-৫ এর মিডিয়া উইং ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/অ/নভেম্বর ২৩, ২০১৪)