স্টাফ রিপোর্টার : ‘ধর্ম অবমাননার অভিযোগে আওয়ামী লীগ ও মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কৃত এবং গ্রেফতারি পরোয়ানা থাকার পরও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পেছনে সরকারের ইন্ধন ও সমর্থন আছে বলেই তিনি গ্রেফতার এড়িয়ে ফিরতে পেরেছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সফররত সুইডেনের উন্নয়ন বিষয়ক মন্ত্রী ইসাবেল্লা লোপিনের সঙ্গে বৈঠক শেষে সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সকাল সাড়ে ১০টা থেকে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতের গুলশান-২ নম্বরের ৬১ নং রোডের ২৬ নম্বর বাড়িতে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদও অংশ নেন।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিমানবন্দর থেকে লতিফ সিদ্দিকীর নিরাপদে বের হয়ে যাওয়াই প্রমাণ করে সরকারের সমর্থনে সে দেশে এসেছে। এতে পরিষ্কার যে লতিফ সিদ্দিকীর সঙ্গে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘মিজ ইসাবেলা সুইডিস সরকারের উন্নয়ন বিষয়ক মন্ত্রী। তিনি বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতি, মানবাধিকার, মিডিয়ার স্বাধীনতার বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন।’

ফখরুল বলেন, ‘আমরা এ ব্যাপারে একমত হয়েছি যে, যে কোনো দেশেই উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্র ও মানবাধিকার না থাকলে কোনো সুষ্ঠু উন্নয়ন হতে পারে না।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে গণতন্ত্র অপরিহার্য বলে মত পোষণ করেছেন সুইডিশ মন্ত্রী।’

(ওএস/এইচআর/নভেম্বর ২৪, ২০১৪)