স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাক্ষণবাড়িয়ার মোবারক হোসেন ন্যায় বিচার পাননি বলে উল্লেখ করেছেন আসামীপক্ষ। একই সঙ্গে ট্রাইব্যুানলের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তারা।

রায় ঘোষণার পর মোবারকের বড় ছেলে আসাদ উল্লাহ সোমবার দুপুরে বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করা হবে।

এ বিষয়ে আসামীপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের প্রত্যাশা থাকে যে, আদালত আবেগ, অনুভূতির বাইরে থেকে এবং আদালতে দাখিল করা সব ডকুমেন্টের সঠিক বিশ্লেষণ করে সঠিক বিচার করবেন। কিন্তু ট্রাইব্যুনাল তথ্য উপাত্তের সঠিক বিশ্লেষণ করত ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, যে অভিযোগে মোবারককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়ার মতো অভিযোগ নয়।

এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে তাজুল বলেন, উচ্চ আদালতে আপিল করে ন্যায় বিচারের মাধ্যমে মোবারক হোসেন খালাস পাবেন।

প্রসঙ্গত, মোবারক হোসেনের বিরুদ্ধে আনিত এক নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড ও তিন নম্বর অভিযোগে যাবজ্জীবন সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২, ৪ ও ৫ নম্বর অভিযোগ থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

(ওএস/এইচআর/নভেম্বর ২৪, ২০১৪)