স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফেরারী তারেক রহমানরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে।

সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘দেশের জনগণ আর হাওয়া ভবনের দুঃশাসন দেখতে চায়না’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

তারেক জিয়ার দেশে ফিরে আসার বিষয়কে ঘিরে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের জবাবে ড. হাছান বলেন, পুলিশের পাশাপাশি আদালতও অপেক্ষা করছে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ও বিএনপি-জামায়াত সন্ত্রাসী আর ষড়যন্ত্রকারীদের দল। জনগণের সমর্থন না পেয়ে বিএনপি- জামায়াত ষড়যন্ত্রের রাজনীতিকে বেছে নিয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের আন্দোলনের কথা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের মতো ১৬ ডিসেম্বরের পরেও কোনো আন্দোলন তারা করতে পারবে না।

খালেদা জিয়ার উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনের কথা বলে আর লোক হাসাবেন না।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক। বক্তব্য দেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, অগ্রণী ব্যাংকের পরিচালক ও সাবেক ছাত্র নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, হেদায়েতুল ইসলাম স্বপন, এম এ করিম, অরুণ কুমার রানা, সুরুজ আলম সুরুজ, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, খায়রুজ্জামান ফারুক প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০১৪)