নোয়াখালী প্রতিনিধি : বিদ্যালয়ের সহপাঠিরা যে যার মত হাসি আর আনন্দ নিয়ে রিক্সা, সিএনজি, মোটরসাইকেলে পরিবারের সদস্যদের সাথে পরীক্ষার কেন্দ্রে আসছে। সবার মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলেও হাড়ক্ষয় জনিত রোগে অসুস্থতার কারণে কাঁথা গায়ে ভ্যানে শুয়ে পরীক্ষায় অংশ নিতে আসতে দেখা গেছে মো. মাশাকুল আলম নামের এক পিএসসি পরীক্ষার্থীকে।

এমন একটি দৃশ্য দেখা যায় নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায়, দেশব্যাপী একযোগে শুরু হওয়া পিএসসি ও এবতেদায়ি পরীক্ষায় অংশগ্রহন করতে সেনবাগ ক্যাডেট মাদ্রাসার ছাত্র মো. মাশাকুল আলম হাড়ক্ষয় জনিত রোগের কারণে ভ্যানে শুয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসে।

কথা হয় পরীক্ষার্থী মো: মাশাকুল আলমের সাথে সে জানায়, পরীক্ষায় অংশগ্রহণ করাই ছিল তার লক্ষ। তাই সে যে কোন মূল্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সবার কাছে সে নিজের সুস্থতার জন্য দোয়া কামনাও করেছে।

মা জেসমিন আক্তার জানায়, গত ২৯ দিন যাবত সে হাড়ক্ষয়জনিত রোগের কারণে অসুস্থ কিন্তু কোন উপায় নেই এভাবে পরীক্ষা দেয়া ছাড়া । ডাক্তার বলেছে সে সেরে ওঠতে আরো ২মাস সময় লাগবে।

নীজ সেনবাগ ক্যাডেট মাদ্রাসার প্রধান মো. রাবিউল আলম শিক্ষক জানায়, ছাত্রটি খুব ভালো সে যে কোন ভাবে পরীক্ষায় অংশগ্রহন করবেই। আমি ও তার মা তাকে নিয়ে কেন্দ্রে এসেছি।

জানতে চাইলে কেন্দ্র সচিব সফিকুর রহমান জানায়, সকালে জেনেছি সেনবাগ ক্যাডেট মাদ্রাসার ছাত্র অসুস্থ । আমি পুর্বে অবগত নয় । তাই ছেলেটি যেন পরিক্ষায় কোন ব্যাঘাত না ঘটে সে জন্য উপস্থিত পরীক্ষার ব্যবস্থা করি ।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হায়দার ভুইয়ার জানায়, সকালে কেন্দ্রে এসে বিষয়টি অবগত হন। ছেলেটি যেন পরীক্ষায় অংশ নিতে পারে তিনি সে ব্যবস্থা করেন।

প্রসঙ্গত সারা দেশে এক যোগে পি এস পি ও পরিক্ষা এবতেদায়ী মাদ্রাসার পরীক্ষা শুরু। এ উপজেলায় স্কুল ও এবতেদায়ী মাদ্রাসাসহ ১৮টি পরীক্ষা কেন্দ্রে এক যোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র হল ১১টি এবং এবতেদায়ী মাদ্রাসার কেন্দ্র হল ৭টি সহ মোট আঠারটি কেন্দ্রে রীক্ষার্থী ৭ হাজার ২শ’১৮জন। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে-৫ হাজার ৮শ’২৩ এবং মাদ্রাসায় ১হাজার ৩শ’৯৫জন।

(জেএইচবি/এএস/নভেম্বর ২৪, ২০১৪)