স্টাফ রিপোর্টার : সারাদেশে ১৩ হাজার হেলথ কমিউনিটি ক্লিনিকে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। ক্লিনিকগুলোতে ৩০ ধরনের ঔষধ ফ্রি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। তাদেরকে নিজ নিজ এলাকায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়ার জন্য কোনো তদবির করতে হয়নি।

আজ সোমবার বিকালে রাজধানীর নীলক্ষেতে সন্ধানী চক্ষু হাসপাতালে ‘সন্ধানী জাতীয় চক্ষু সমিতির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডা. শিশির স্মৃতি হল উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয় চক্ষুদান দিবসকে প্রথম শ্রেণীর দিবস হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, চক্ষুদান কর্মসূচি অত্যন্ত কঠিন কাজ। অনেক প্রচার করতে হয়। মহতী এ উদ্যোগ মানুষের আরও কাছে নিয়ে যেতে হবে। সন্ধানী রক্তদান কর্মসূচিতে সফল হয়েছে। আমার বিশ্বাস, চক্ষুদান কর্মসূচিতেও সন্ধানী সফল হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাস্থ্য খাতে অনেক এগিয়ে গেছি। পোলিওমুক্ত হয়েছে বাংলাদেশ। ম্যালেরিয়া নির্মূলে আমরা অনেক এগিয়েছে, নিউমোনিয়া প্রতিরোধের ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি। শিশুমৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যুর হারও কমছে।

সন্ধানী জাতীয় চক্ষু সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়লের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক, সন্ধানীর সদস্য ডা. হাবিবে মিল্লাত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইকবাল আর্সনাল প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০১৪)