মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের জেটিসি সড়কের পিয়াল প্যাকেজিং কারখানাসহ ৫টি দোকান পুড়ে গেছে। এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবি।

মাগুরা ফায়ার স্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের জেটিসি সড়কের পিয়াল প্যাকেজিং কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় নাহার প্রিন্টিং প্রেস, পিএল ইন্টারন্যাশনাল, নাকফুল, সোহানা ও রিম্পা জুয়েলারিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যবসায়ীদের ৮-১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পিয়াল প্যাকেজিং কারখানার মালিক বিএম সাইফুজ্জামান ডাবলুর দাবি, আগুনে তার দুটি প্রতিষ্ঠানের প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

(ওএস/এইচআর/নভেম্বর ২৫, ২০১৪)