লালমনিরহাট প্রতিনিধি : দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে ভারী যান চলাচল বন্ধে মেইন গেটে ব্যারিকেড দিয়েছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সোমবার রাত ১২টায় লোহার পাইপ দিয়ে তিস্তার মূল গেটে ব্যারিকেড দেয়।

ভারী যান চলাচল বন্ধে মূল রাস্তার ৭ ফুট ৮ ইঞ্চি ফাঁকা রাখা হয়েছে। ব্যারেজের উপর দিয়ে শুধু প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা, বাইসাইকেল চলাচল স্বাভাবিক থাকবে। সেক্ষেত্রে কোনো টোল দিতে হবে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালের ১২ ডিসেম্বর লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা নদীর উপর প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্পের অংশ হিসেবে ‘তিস্তা ব্যারেজ’ নির্মাণ করা হয়। ১৯৯১ সালে মূল ব্যারেজের নির্মাণকাজ শেষ হয় এবং ক্যানেলসহ অন্যান্য কাজ শেষ হয় ১৯৯৮ সালের জুন মাসে। এ অবস্থায় ২০০১ সালে তৎকালীন সরকার ব্যারেজের উপর দিয়ে যানবাহন চলাচলের জন্য ইজারা ব্যবস্থা চালু করে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশেনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অনুযায়ী সোমবার রাতেই তিস্তার মূল গেটে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

(ওএস/এইচআর/নভেম্বর ২৫, ২০১৪)