ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কোন কম্পিউটার দোকানই এখন আর ভারতীয় ভিসার  ফরম পূরণ করতে পারছেন না।ফলে ভিসা প্রত্যাশীরা পাচ্ছেন না ভারতীয় ভিসার ই-টোকেন ।

কারণ হিসাবে তারা বলছেন, দিনের পর দিন অন লাইনে চেষ্টা করেও ই-টোকেন পাওয়া যাচ্ছে না। ভিসা প্রসেসিং সাইটটি সব সময় ব্যস্ত দেখানোর কারণে কোন ফরমই আপলোড করা যাচ্ছে না।

ফলে চিকিৎসা ,ব্যবসা-বাণিজ্যের জন্য ভারতীয় ভিসা প্রার্থীরা শত চেষ্টা করেও ই-টোকেন পাচ্ছেন না। ভিসা না পেয়ে এ জেলায় অবৈধভাবে ভারতে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। সম্প্রতিক কালে জেলার প্রায় ১২০ কিঃ মিঃ সীমান্ত এলাকায় বিএসএফ’র হাতে বাংলাদেশী আটকের ঘটনা এখন অহরহ ঘটছে।

জীবনের ঝুঁকি জেনেও অবৈধ ভাবে ভারতে যেতে বাধ্য হচ্ছেন অনেকে। বৈধ পাসপোর্ট থাকার পরও ভিসার অভাবে তা কাজে লাগাতে পাছেন না তারা।

সূত্র জানায় ,৩ থেকে ৫ হাজার টাকা দিয়ে রাজশাহীর সাথে বিশেষ সম্পর্ক থাকা দু’একজনের মাধ্যমে মাসে দু’একটি ই-টোকেন পাওয়া যায়, যা সাধারণ মানুষের ভাগ্যে জোটে না।





(জেএবি/এসসি/নভেম্বর২৫,২০১৪)