স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজনৈতিক ফায়দা হাসিল ও জনগণকে বিভ্রান্ত করার জন্যই ক্ষমতাসীনরা লতিফ সিদ্দিকী নাটকের জন্ম দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লতিফ সিদ্দিকীর ইস্যুতে সরকার বাংলাদেশে আবারও মৌলবাদ ও জঙ্গিবাদ উত্থানের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদ উত্থানের বিষয় দিয়ে সরকার বহির্বিশ্বকে দেখাতে চাচ্ছে একমাত্র আওয়ামী লীগই এসব নির্মুল করতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, লতিফ সিদ্দিকী আদৌ দেশে ফিরেছেন কি না? যদি দেশে ফিরে থাকেন তাহলে তিনি এখন কোথায় আছেন? কি অবস্থায় আছেন? তিনি এখন গ্রেপ্তার নাকি মুক্ত। এই বিষয়ে জাতি জানতে চায়। আর এই বিষয়ে তিনি সরকারের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চান।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। তিনি কীভাবে আসলেন, কীভাবে হারিয়ে গেছেন, তাকে গ্রেপ্তার করা হবে কি না?

মির্জা ফখরুল বলেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, লতিফ সিদ্দিকী দেশে ফিরেছেন কি না তা আমার পরিবারের কেউ জানে না।

(ওএস/অ/নভেম্বর ২৫, ২০১৪)