স্টাফ রিপোর্টার, ঢাকা : মন্ত্রিপরিষদ থেকে অপসারিত ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীকে জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ আইনজীবীরা।

মঙ্গলবার ঢাকার লতিফ সিদ্দিকী সিএমএম আদালতে মামলায় হাজিরা দিতে গেলে বিক্ষুব্ধ আইনজীবীরা তাকে দেখে শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় অনেকে লতিফ সিদ্দিকীর দিকে জুতা নিক্ষেপ করেছে। একজনকে ঝাড়ু নিক্ষেপ করতেও দেখা গেছে।

তবে লতিফ সিদ্দিকী কড়া পুলিশি পাহারায় থাকায় তার গায়ে জুতা পড়েনি। তাকে আদালত থেকে পুলিশি বেষ্টনিতে গাড়িতে করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা রয়েছে। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

গত ২ অক্টোবর আইনজীবী আবেদ রেজার করা মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এর আগে আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি থানায় লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ করেন। তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।

(ওএস/অ/নভেম্বর ২৫, ২০১৪)