স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন সংগঠনটির পদবঞ্চিত নেতারা।

মঙ্গলবার বিকাল ৩ টা ৪৫ মিনিটে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় ছাত্রদলের পদবঞ্চিত ৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রদলের পদবঞ্চিত নেতারা এ্যানী, টুকু ও ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে কাকরাইল থেকে বিএনপির কার্যালয়ে পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল থেকে তারা টুকু ও এ্যানীর পকেট কমিটি মানি না মানবো, টুকু এ্যানীর দুই গালে জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগান দিতে থাকে। একই সাথে পদবঞ্চিত নেতারা এ্যানী ও টুকুকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান।

গত ১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা পর থেকেই সংগঠনটির পদবঞ্চিত নেতারা দাবি করেন, সরকারের নীলনকশা বাস্তবায়নের এ্যানী ও টুকু ছাত্রদলের এই কমিটি ঘোষণা করেছেন।

(ওএস/অ/নভেম্বর ২৫, ২০১৪)