কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষাসেবার বাস্তবায়ন এবং অবস্থা পর্যবেক্ষনের মাধ্যমে ইতিবাচক দিক ও সীমাবদ্ধতা চিহ্নিতকরণ সামাজিক নিরীক্ষার মাধ্যমে সরকারি সেবা সমূহ’র পরিবীক্ষণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান আ. মালেক খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা কামাল। একশন এই বাংলাদেশ’র সহযোগীতায় ও আভাস’র আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, রিপন আচার্য্য, মুশফিকুর রহমান, গাজী নিজাম উদ্দিন, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান মামুন প্রমুখ। সভায় কলাপাড়ার বালিয়াতলী ও নীলগঞ্জ ইনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিভিন্ন সমস্যা ও সমস্যা উত্তোরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

(এমকেআর/এএস/নভেম্বর ২৫, ২০১৪)