নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের উত্তর আলাইয়াপুর গ্রাম থেকে আবুল বাশার (৩৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর বাড়ির কাচারি ঘরের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়।

অপহৃত আবুল বাশারের বড় ভাই আবুল হোসেন জানান, বাশার দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে মাটির ব্যবসা ও মাছের খামার করে মাছের ব্যবসা শুরু করেন তিনি। আজ বেলা ১১টার দিকে পাঁচ-ছয় ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে এসে বাড়ির কাচারির সামনে অস্ত্রের মুখে বাশারকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অপহরণের পর কেউ ফোন করে মুক্তিপণ চায়নি। তবে পাঁচ লাখ টাকা মুক্তিপণ না দিলে বাশারকে মেরে ফেলা হবে বলে অপহরণকারীরা গুজব ছড়িয়েছে।

আবুল হোসেনের দাবি, অপহরণকারী দলের মধ্যে এলাকার সন্ত্রাসী ফরহাদ, মহিন ও জাঙ্কা রুবেলকে স্থানীয় লোকজন চিনতে পেরেছেন। আবুল হোসেন আরও জানান, অপহরণের সময় তিনি বাড়িতে ছিলেন না। বাশারের স্ত্রী ফোন করে তাঁকে অপহরণের ঘটনাটি জানান।

(ওএস/অ/মে ০২, ২০১৪)