রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শৈলখালী মসজিদ ডাতলী বাজারে মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠানের ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চুসহ সরকার দলীয় নেতাকর্মীরা অগ্নিকান্ডস্থল পরির্শদন করে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

সুত্র জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে বাজারের মসজিদ রোড়ের ইসলাম মোবাইল সার্ভিস সেন্টারের বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুন ধরে। মুহুর্তের মধ্যে আগুন পাশ্ববর্তী খোয়াজ ভ্যারাইটি স্টোর, মিজান টেইলার্স, অর্পিতা শিল্পালয়, মারিয়া ফ্যাশন হাউজ, ইউসুফ কসমেটিস ও ভাই-ভাই বস্ত্র বিতানে ছড়িয়ে পড়ে।

লামচর ইউপি চেয়ারম্যান মফিজ উল্যাহ বলেন, রামগঞ্জ ও লক্ষ্মীপুর ফায়ার সাভির্সের ২টি ইউনিট ১ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রনে আনার পুর্বেই মালামালসহ ৭টি প্রতিষ্ঠান ভস্মিভূত হয়।

রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌছে লুটপাট থেকে কয়েকটি প্রতিষ্ঠান রক্ষা করে।

(এমএএইচপি/এসসি/নভেম্বর২৫,২০১৪)