নড়াইল প্রতিনিধি :নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে মকবুল হোসেন (৬০) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার (২৬ নভেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানাগেছে, মকবুল হোসেন রাতে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, কে বা কারা মকবুল হোসেনকে খুন করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(ডিসি/এসসি/নভেম্বর২৬,২০১৪)